স্টাফ রিপোর্টার: জয়পুরহাটের কালাই উপজেলায় মাছ চুরি ঠেকাতে পুকুরে দিয়ে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। এরা হলেন, উপজেলার জগডুম্বর গ্রামের জহুরুল ইসলামের ছেলে সাকিল হোসেন (১৩) ও মাসতুর গ্রামের জয়নাব আলীর ছেলে জাহাঙ্গীর আলী (২২)। স্থানীয়দের বরাত দিয়ে অশোক কুমার বলেন, মাছ চুরি ঠেকাতে পুকুরের পানি বিদ্যুতায়িত করে রাখা ছিল। সাকিল ও জাহাঙ্গীর পুকুরে মৃত মাছ সংগ্রহ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনা তদন্ত করে পুকুর ইজারাদারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
Next > |
---|