আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আলেপ্পো শহরের সাত বছর বয়সী একটি শিশু বালিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি খোলা চিঠি লিখেছে। বানা আলাবেদ নামের এই শিশুটি যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো থেকে ট্যুইট করার জন্য ইতোমধ্যে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে বলে জানিয়েছে বিবিসি। আলাবেদ লিখেছে, “সিরিয়ার শিশুদের জন্য আপনি অবশ্যই কিছু করবেন কারণ তারা আপনার নিজের সন্তানের মতো এবং আপনার মতো শান্তি তাদেরও প্রাপ্য।”
বানা বর্তমানে তুরস্কে বসবাস করছে। ডিসেম্বরে আলেপ্পোর হাজার হাজার বাসিন্দা যখন শহরটি ছাড়ে, তখন পরিবারের সঙ্গে বানাও শহরটি ছেড়ে আসে। অবরুদ্ধ পূর্ব আলেপ্পো থেকে পাঠানো বার্তাগুলোর কারণে বানার ট্যুইটার একাউন্টটি ক্রমে খ্যাতিমান হয়ে ওঠে। তার মা ফাতেমা তাকে ট্যুইটার একাউন্টটি পরিচালনায় সহায়তা করেন। তিনি চিঠির ভাষ্যগুলো বিবিসিকে পাঠিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেকের আগের দিন বানা এই চিঠিটি লিখেছে বলে জানিয়েছেন তিনি। বানা টেলিভিশনে ট্রাম্পকে বহুবার দেখেছে বলেও জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা বানা আলাবেদের চিঠি:
প্রিয় ডোনাল্ড ট্রাম্প,
আমার নাম বানা আলাবেদ এবং আমি আলেপ্পোর একজন সাত বছর বয়সী সিরীয় বালিকা।
গত ডিসেম্বরে অবরুদ্ধ পূর্ব আলেপ্পো থেকে চলে আসার আগে আমার পুরো জীবন সিরিয়াতেই কেটেছে। সিরিয়ার যুদ্ধের কারণে যে শিশুরা দুর্ভোগ পোহাচ্ছে আমি তাদেরই একজন। কিন্তু এখন, তুরস্কে আমার নতুন বাসায় আমি শান্তিতে আছি। আলেপ্পোতে আমি স্কুলে ছিলাম কিন্তু বোমাবর্ষণের কারণে সেটি ধ্বংস হয়ে যায়। আমার কিছু বন্ধু মারা যায়। তাদের জন্য আমার মনে খুব দুঃখ। ইচ্ছে করে তারা আমার সঙ্গে আসুক আর আমরা একসঙ্গে খেলা করি। আমি আলেপ্পোয় খেলতে পারি না, ওটা মৃত্যুর শহর হয়ে গিয়েছিল। এখন তুরস্কে, আমি বাইরে গিয়ে আনন্দ করতে পারি। আমি স্কুলে যেতে পারি যদিও আমি এখনও যাইনি। এসব কারণেই আপনিসহ সবার জন্য শান্তি গুরুত্বপূর্ণ। লাখ লাখ সিরীয় শিশু এখন আমার অবস্থায় নেই এবং তারা সিরিয়ার বিভিন্ন অংশে দুর্ভোগ পোহাচ্ছে। পূর্ণবয়স্ক মানুষদের কারণেই তারা দুর্ভোগ পোহাচ্ছে।
আমি জানি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন, তাই অনুগ্রহ করে আপনি সিরিয়ার শিশু ও মানুষদেরকে রক্ষা করতে পারবেন? আপনি অবশ্যই সিরিয়ার শিশুদের জন্য কিছু করবেন কারণ তারা আপনার সন্তানের মতো এবং আপনার মতো শান্তি তাদেরও প্রাপ্য। আপনি যদি প্রতিজ্ঞা করেন সিরিয়ার শিশুদের জন্য আপনি কিছু করবেন, তাহলে ইতোমধ্যেই আমি আপনার নতুন বন্ধু হয়ে গেছি। সিরিয়ার শিশুদের জন্য আপনি কী করেন তা দেখার অপেক্ষায় রইলাম।
আপনার,
বানা আলাবেদ
< Prev | Next > |
---|