গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহতের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারির মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, দুর্ঘটনায় চালকসহ পাঁচজন নিহতের ঘটনা তদন্তে ওইদিনই পাকশী বিভাগীয় প্রকৌশলী- ২ মো. আসাদুল হককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) মো. কামরুজ্জামান, পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও মেডিকেল অফিসার পরিতোষ চক্রবর্তী।
রেলওয়ের ওই কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর বিকালে তিনিসহ রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শনে যান। গোয়ালবাথানের ওই রেলক্রসিংটি অনুমোদিত থাকলেও তা ছিল আনমেন্ড ও বেরিয়ারবিহীন।
তবে সেখানে সতর্কীকরণের একটি সাইনবোর্ড লাগানো ছিল। জয়দেবপুর থেকে বঙ্গবন্ধু সেতু (ইস্ট) পর্যন্ত ১০২টি অনুমোদিত ক্রসিং রয়েছে। তাদের মধ্যে ১৭টি ক্রসিং হলো ম্যানযুক্ত, ৯০টি ক্রসিং হলো আনম্যান্ড। আর আনঅথরাইজড ক্রসিং রয়েছে ২০টি। লোকজন রেলপথের আশপাশে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা তৈরির পরই তারা ওইসব আনঅথরাইজড ক্রসিং তৈরি করেছে বলে জানান তিনি।
রোববার সকাল সোয়া ৯টার দিকে কালিয়াকৈরের গোয়ালবাথানের নয়ানগর-সোনাখালী ক্রসিংয়ে ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় দুই মা ও তাদের দুই শিশু সন্তানসহ পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছুদূর গিয়ে মৈত্রী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের পথে ট্রেন চলাচল ৫ ঘণ্টা বন্ধ থাকে।
নিহতরা হলেন- গোয়ালবাথান গ্রামের রিপন মাহমুদের স্ত্রী নুসরাত জাহান লাকি আক্তার (৩৬), তাদের ছয় বছরের মেয়ে রুবাইদা নুশরাত রিভা, রিপনের চাচাতো ভাই বিদ্যুতের স্ত্রী সোনিয়া আক্তার (৩০), তাদের পাঁচ বছর বয়সী ছেলে তহসিন আহমেদ তালহা এবং চালক মিনহাজ উদ্দিন (৪৫)। এর মধ্যে লাকি আক্তার ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রিভা স্থানীয় একটি মিশনারি স্কুলে প্লে গ্রুপ এবং তালহা নার্সারিতে পড়ত।
< Prev | Next > |
---|