c19আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের ম্যানচেস্টার শহরে একটি পপ কনসার্টে বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছে। এটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে মনে করছে পুলিশ। অন্তত একটি বিস্ফোরণের ব্যাপারে নিশ্চিত করেছে পুলিশ।

মার্কিন গায়িকা আরিয়ান গ্রান্দে ম্যানচেস্টার এরিনাতে তার কনসার্ট কেবল শেষ করার পর যখন দর্শকরা উঠে বের হতে শুরু করেন ঠিক তখনই এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এর পরই ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন বিস্ফোরণে তিনি কয়েক মিটার দূরে আছড়ে পড়েন। মাঠের মধ্যেই বহু মানুষকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। এই কনসার্টে অনেক তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা ছিলেন। ছোট বাচ্চাদের নিয়ে অনেক পরিবার ছিলো।

ম্যানচেস্টার এরিনার কাছেই ভিক্টোরিয়া ট্রেন স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ ওই এলাকা থেকে মানুষজনকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।
টুইটারে দেওয়া এক পোস্টে বিস্ফোরণ ও হতাহতের খবর নিশ্চিত করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। এতে বলা হয়, ‘এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ৫০ জন। ভিন্ন কিছু পাওয়ার আগ পর্যন্ত আপাতদৃষ্টিতে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবেই বিবেচনা করছে পুলিশ।’

বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বিবিসি’র খবরে বলা হয়েছে, একজন আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে। তবে বিবিসি’র পক্ষ থেকে এখনও সূত্রের ওই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

কনসার্টে অংশ নেওয়া একজন প্রত্যক্ষদর্শী ২২ বছরের মাজিদ খান। তিনি জানান, বিস্ফোরণের শব্দে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা সবাই এরিনা এলাকা ত্যাগ করার চেষ্টা করছিলাম।

ক্যাথেরিন ম্যাকফারলেন নামের আরেক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা বের হচ্ছিলাম। দরজার ডান পাশ পর্যন্ত যাওয়ার পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সবাই চিৎকার করে উঠেন। বিস্ফোরণের আওয়াজ এতোটাই বেশি ছিল যে, যেন বুকের মধ্যে আপনি এটা অনুভব করছেন। সবাই দৌড়াচ্ছিল, চিৎকার করছিল এবং বের হওয়ার চেষ্টা করছিল।

বড় ধরনের কনসার্ট ভেন্যু হিসেবে ইউরোপজুড়ে বেশ জনপ্রিয় এই ম্যানচেস্টার অ্যারেনা। এখানে একসঙ্গে ২১ হাজার দর্শনার্থীর ধারণক্ষমতা রয়েছে।

সূত্র: বিবিসি, আল জাজিরা।

সাম্প্রতিক