স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকের ৭০৮৩ আসনে ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। জনতা, সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় ব্যাংক অনলাইনের সার্ভিসচার্জসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা জমা দিতে হবে। অনলাইনে ভর্তির আবেদনপত্র পূরণ করা যাবে ২৯ অগাস্ট রাত ১০টা পর্যন্ত। আর পরীক্ষার ফি পরদিন পর্যন্ত জমা দেওয়া যাবে। ৩০ অগাস্ট বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ‘গ’ ও ‘চ’ ইউনিটের এবং ১২ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ‘ক’, ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
গতবারের চেয়ে এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তিযোগ্য আসন ২৮৩টি বাড়ছে বলে জানান উপাচার্য। তিনি বলেন, প্রতিবারই ভর্তির আবেদন প্রক্রিয়া চলার সময়ে কিছু আসন বাড়ানো হয়। এই শিক্ষাবর্ষে জাপানিজ স্টাডিজ ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগে অনার্স কোর্স চালু করা হয়েছে। সব মিলে আসন সংখ্যা বেড়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটে ১৭৬৫, ‘খ’ ইউনিটে ২৩৬৩, ‘গ’ ইউনিটে ১২৫০, ‘ঘ’ ইউনিটে ১৫৭০ এবং ‘চ’ ইউনিটে ১৩৫টি আসন রয়েছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৬৮০০টি আসনে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। বরাবরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগে সক্ষম কোনো ইলেক্ট্রনিক ডিভাইস, যন্ত্র ও ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জালিয়াতি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। ভর্তির বিস্তারিত তথ্য যঃঃঢ়://ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে।
Next > |
---|