স্টাফ রিপোর্টার: মোবাইল ফোন আমদানিতে বাড়তি শুল্ক কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)। গতকাল শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মলনে এ দাবি জানানো হয়। গত ১ জুন ঘোষিত বাজেটে মোবাইল হ্যান্ডসেটের আমদানি শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। সংবাদ সম্মলনে জানানো হয়, শুল্ক বৃদ্ধি ডিজিটাল বাংলাদেশ গঠনেরবিরোধী। শুল্ক বৃদ্ধির ফলে মোবাইল ফোন বাজারে চোরাচালান উৎসাহিত হবে, সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে এবং অসম প্রতিযোগিতার ফলে বৈধ আমদানিকারকরা ব্যবসায় টিকে থাকতে পারবে না। সংগঠনের সভাপতি রুহুল আল মাহবুব মানিক লিখিত বক্তব্যে আমদানি শুল্ক নূন্যতম এক বছরের জন্য পাঁচ শতাংশ নির্ধারণ, তিন অর্থবছরে সংযোজন শিল্পের খুচরা যন্ত্রাংশের ওপর পাঁচ শতাংশ শুল্ক আরোপের দাবি জানান। এর ফলে তিন অর্থবছরের মধ্যে মোট বিক্রয়ের ৯০ শতাংশ দেশীয় উৎপাদন করতে সক্ষম হবে। এজন্য সরকারের কাছে একটি রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। সংগঠনের মহাসচিব রেজওয়ানুল হক বলেন, শুল্ক আরোপের ফলে স্মার্টফোন গ্রোথ বাধার মুখে পড়বে। শুল্ক বৃদ্ধি ডিজিটাল বাংলাদেশ গঠনেরবিরোধী বলে মন্তব্য করেন যুগ্ম-সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন। বলেন, স্মার্টফোনভিত্তিক অ্যাপস তৈরির ক্ষেত্রে বাধা তৈরি হবে। তাই অচিরেই শুল্ক কমানোর দাবিতে অর্থ মন্ত্রণালয়ের কাছে যাওয়া হবে। এসময় সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
< Prev | Next > |
---|