ঢাকা : স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো আঞ্চলিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
নেপাল সফররত স্পিকার আজ নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর সাথে তাঁর সরকারী বাসভবনে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। স্পিকার আগামী ১ থেকে ৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম এসেম্বলি সম্পর্কে নেপালের রাষ্ট্রপতিকে অবহিত করেন।
স্পিকার আঞ্চলিক সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করে বলেন, এর ফলে দেশগুলোর জনগণের মাধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হবে।
তাঁরা এ সময়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষা, জেন্ডার সমতা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি বিষয় নিয়ে দু’দেশের সংসদ সদস্য পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
Next > |
---|