স্টাফ রিপোর্টার: ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের মরদেহ ঢাকায় আসছে আগামী রোববার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন উইংয়ের এক কর্মকর্তা গতকাল বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে মিজারুল কায়েস গত ১১ মার্চ ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, আগামীকাল শুক্রবার মিজারুল কায়েসের মৃতদেহ ব্রাসিলিয়া থেকে বিশেষ ফ্লাইটে মধ্যপ্রাচ্যের একটি দেশে আনা হবে। তারপর সেখান থেকে তার মৃতদেহ ঢাকায় আসবে।
তিনি বলেন, ব্রাসিলিয়া থেকে সপ্তাহে একটি মাত্র উড়োজাহাজ মৃতদেহ বহন করে থাকে। সেটিতেই মিজারুল কায়েসের মৃতদেহ আনার চেষ্টা চলছে। সংস্কৃতিমনা এ কূটনীতিক ১৯৮২ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ব্রাসিলিয়ায় দায়িত্ব পাওয়ার আগে মিজারুল কায়েস যুক্তরাজ্য, রাশিয়া ও মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
সুইজারল্যান্ড, জাপান ও সিঙ্গাপুরেও দায়িত্ব পালন করেন তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ২০১২ সালে সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয় তাকে। বঙ্গবন্ধুপ্রেমিক মিজারুল কায়েসের সাহিত্য ও সংস্কৃতির প্রতিও গভীর অনুরাগ ছিল।
Next > |
---|