বিনোদন ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ওম পুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মুম্বাইয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
টাইম অফ ইন্ডিয়ার খবরে প্রকাশ, হঠাৎ করেই ওম পুরীর মৃত্যুর খবর আসায় শোকের ছায়া নেমে এসেছে গোটা বলিউড জুড়ে।
বোমান ইরানি বলেন, 'মহান শিল্পী। অভাব অনুভব করব।' 'গভীরভাবে শোকাহত' বলে জানালেন মধুর ভান্ডারকর। অনুপম খেরের ভাষ্য, 'গত ৪৩ বছর ধরে ওম পুরীকে চিনি। বিশ্বাস হচ্ছে না, ওম নেই।' সুজিত সরকার বলেন, 'তার আত্মার শান্তি কামনা করি।'
হরিয়ানার আম্বালা শহরে জন্ম হয় ওম পুরির। ১৯৭৬ সালে একটি মারাঠি সিনেমায় অভিনয় দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর 'অর্ধ সত্য' সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান। তার প্রয়াণে শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে মনে করছে বিভিন্ন মহল।
< Prev | Next > |
---|