নারায়ণগঞ্জ : জেলার রূপগঞ্জ থেকে ৬০টি রাইফেল, দুটি রকেট লঞ্চার, গ্রেনেড, ডেটোনেটর ও বিপুল গোলাবারুদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে শুরু হওয়া এই অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সকাল সাড়ে আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএনসি) ফারুক হোসেন অভিযানে এসব অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে পূর্বাচল উপহরের ৫ নম্বর সেক্টরে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। অভিযানে এ পর্যন্ত ৬১টি এম সিক্সটিন রাইফেল, দুটি রকেট লাঞ্চার, গ্রেনেড, ডেটোনেটর ও বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এখনো আমাদের অভিযান চলছে। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।’ তবে তাদের নামপরিচয় জানাননি তিনি।
< Prev | Next > |
---|