আন্তর্জাতিক : ভেনেজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষ হয়ে লড়াই করার ইচ্ছে প্রকাশ করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবল তারকা দিয়েগো মারাদোনা। ভেনেজুয়েলার রাজনৈতিক সঙ্কট আরো গভীর করে তোলার অভিযোগ প্রেসিডেন্ট মাদুরো যখন লাতিন আমেরিকা ও পশ্চিমা বিশ্বের দেশগুলোর সমালোচনার মুখে আছেন তখনই মারাদোনা তার এ ইচ্ছার কথা জানালেন। সোমবার রাতে নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে মারাদোনা লিখেন, “মৃত্যু পর্যন্ত আমি চ্যাভিস্টাজ থাকবো। লেখায় ভেনেজুয়েলার প্রয়াত সাবেক প্রেসিডেন্ট উগো চ্যাভেজের সমর্থকদের বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয় তাই ব্যবহার করেন মারাদোনা।
ইংরেজি, স্প্যানিশ ও ইতালিতে লেখা ওই পোস্টটিতে তিনি আরো বলেন, “যখন মাদুরো নির্দেশ দিবে, মুক্ত ভেনেজুয়েলার জন্য আমি সৈনিকের পোশাক পড়বো, সা¤্রাজ্যবাদ ও যারা আমাদের পতাকা (যা আমাদের সবচেয়ে পবিত্র জিনিস) কেড়ে নিতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। মারাদোনার নেতৃত্বে আর্জেন্টিনা ১৯৮৬ সালে বিশ্বকাপ ফুটবলের শিরোপা ঘরে তোলে। তাকে সর্বকালে অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। লাতিন আমেরিকা বামপন্থি রাজনীতিকদের সমর্থনকারী হিসেবেও তিনি বহুল পরিচিত। তিনি কিউবার প্রয়াত নেতা ফিদোল ক্যাস্ত্রোর বন্ধু ছিলেন। মারাদোনার পায়ে ফিদেলের মুখের ট্যাটু আঁকা রয়েছে। সাম্প্রতিক সময়ে ব্রাজিল ও আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার অনেক দেশের সরকার পরিবর্তিত হয়ে ডানপন্থিরা ক্ষমতায় আসায় নিজের অনেক আঞ্চলিক সহযোগীকে হারিয়েছেন মাদুরো। সম্প্রতি মাদুরোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করেছে আঞ্চলিক বাণিজ্য জোট মাকোসুর। মাদুরোকে নবগঠিত সরকারপন্থি সাংবিধানিক গণপরিষদ ভেঙে দেয়ার আহ্বানও জানিয়েছে জোটটি। এর পরপরই মারাদোনা নিজের ফেইসবুক পেইজে এই পোস্টটি দিলেন।
< Prev | Next > |
---|