আন্তর্জাতিক : ফ্রান্সের রাজধানী প্যারিসের পশ্চিমাংশে একটি গাড়ির আঘাতে ছয় সৈন্য আহত হয়েছে। প্যারিসের শহরতলী লিভালুয়া-পেলহেতে এ ঘটনা ঘটেছে বলে গতকাল বুধবার জানিয়েছে প্যারিসের পুলিশ কর্তৃপক্ষ, খবর বার্তা সংস্থা রয়টার্সের। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় একটি নিরাপত্তা অভিযান শুরু করে গাড়িটির খোঁজ করা হচ্ছে। এক টুইটে প্যারিসের পুলিশ বিভাগ জানিয়েছে, “পুলিশ অভিযান শুরু করেছে।
গাড়িটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আহত সৈন্যদের মধ্যে দুজনের আঘাত গুরুতর ও অপর চারজন সামান্য আঘাত পেয়েছেন। আরটিই ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, সৈন্যদের ওপর একটি বিএমডব্লিউ গাড়ি তুলে দেওয়া হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটনো হয়েছে বলে জানিয়েছেন ওই এলাকার মেয়র। বেশ কয়েকটি ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা জারি আছে এবং সৈন্যরা রাজধানী প্যারিসে নিয়মিত টহল দিয়ে থাকেন।
< Prev | Next > |
---|