আন্তর্জাতিক ডেস্ক:Â চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে তিন ব্যক্তির ছুরি হামলায় পাঁচ জন নিহত ও আরো পাঁচ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় শিনজিয়াংয়ের দক্ষিণাঞ্চলের পিশান কাউন্টিতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা সবাই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। গতকাল বুধবার হোতান জেলার স্থানীয় সরকারের ওয়েবসাইটে সংক্ষিপ্ত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে, সামাজিক অবস্থাও স্থিতিশীল রয়েছে। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে। মধ্য এশিয়া ও পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতের সঙ্গে সীমান্ত থাকা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ শিনজিয়াংয়ে গত কয়েক বছরে এ ধরনের সহিংসতায় কয়েকশত মানুষ নিহত হয়েছেন।
মূলত সংখ্যালঘু উইঘুর মুসলিম ও সংখ্যাগরিষ্ঠ হানদের মধ্যে বিরোধের জেরে এসব সহিংসতার ঘটনা ঘটছে বলে ধারণা করা হয়। তবে চীন সরকার এসব সহিংসতার জন্য বিচ্ছিন্নতাবাদী ইসলামি জঙ্গিদের দায়ী করেছেন। কিন্তু অধিকার গোষ্ঠীগুলো ও ওই এলাকার নির্বাসনে থাকা লোকজনের দাবি, উইঘুরদের ধর্ম ও সংস্কৃতির ওপর চীনের নিয়ন্ত্রণ আরোপের চেষ্টাই এসব সহিংসতার মূল কারণ। অভিযোগ সত্বেও শিনজিয়াংয়ে কোনো ধরনের দমনপীড়ন চালানোর কথা অস্বীকার করে আসছে বেইজিং।
< Prev | Next > |
---|