fghbcdcআন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকা মোহমান্ড এজেন্সিতে গতকাল বুধবার একটি সরকারি ভবনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত দুই নিরাপত্তা কর্মী ও দুই আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তারা একথা জানান।

উর্দু টিভি চ্যানেল গতকাল জানিয়েছে, গালানাই শহরের মোহামান্দ এজেন্সির স্থানীয় প্রশাসনিক ভবনের সদর দরজায় দুই আত্মঘাতী বোমা হামলাকারী নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে দুই নিরাপত্তা কর্মী নিহত ও অপর তিন জন আহত হয়।
আফগান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকাটি আধা-স্বায়ত্তশাসিত।

ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস নিশ্চিত করেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরকারি ওই ভবনের প্রধান গেটেই বোমা হামলাকারীদের হত্যা করে তাদের হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।

সাম্প্রতিক