3Tarique-L-vanejuelaআন্তর্জাতিক ডেস্ক: মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট তারেক এল আইজামিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মাদক ও অর্থ পাচারের অভিযোগে প্রেসিডেন্টে নিকোলাস মাদুরোর সরকারের শীর্ষ এক কর্মকর্তার বিরুদ্ধে এই প্রথম নিষেধাজ্ঞা জারি করলো ট্রাম্প প্রশাসন। সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ফরেন নরকোটিকস কিনপিং ডেজিগনেশন অ্যাক্টের আওতায় এল আইজামির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এল আইজামির তৎপরতায় স্থাবর ও অস্থাবর সমর্থন যোগান দেওয়ায় তার সহযোগী সামার্ক হোসে লোপেজ বেলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। লোপেজ বেলোর অথবা অন্যান্যের মালিকানাধীন অথবা নিয়ন্ত্রণাধীন ১৩টি কোম্পানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এসব কোম্পানির গঠিত আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, পানামা, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলায় ছড়িয়ে আছে।

এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “ভেনেজুয়েলা থেকে মাদকের চালান পাঠানোর কাজ দেখভাল করে এল আইজামি। এগুলোর মধ্যে ভেনেজুয়েলার বিমান ঘাঁটিগুলো থেকে ছেড়ে আসা বিমান ও ভেনেজুয়েলার বন্দরগুলোর মধ্য দিয়ে আসা মাদক রুটগুলোও সে নিয়ন্ত্রণ করে।”দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এল আইজামি বিভিন্ন উপলক্ষে ভেনেজুয়েলা থেকে আসা এক হাজার কিলোগ্রামের বেশি মাদকের চালানোর তত্ত্বাবধান করেছে অথবা সেগুলোর মালিকানার অংশীদার। এসব মাদকের চালানের একটি অংশ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রেও গিয়েছে বলে দাবি করেছেন তারা।

এ বিষয়ে ভেনেজুয়েলা সরকারের প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তার প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণেœর চেষ্টা করছেন বলে মাদুরো প্রায়ই অভিযোগ করেন।

সাম্প্রতিক