Khagrachari-Adebashi-01স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে খাগড়াছড়িতে গতকাল বুধবার সকালে প্রথমে একটি শোভাযাত্রা বের হয়। জেলা শহরের মহিলা কলেজ এলাকা থেকে শুরু হওয়া বর্ণাঢ্য এ শোভাযাত্রা উদ্বোধন করেন অভ্যন্তরীণ শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা। চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন গোষ্ঠীরে আদিবাসী নারী-পুরুষ এতিহ্যবাহী পোশাক পরে এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের শাপলা চত্বর ঘুরে আবার মহিলা কলেজ এলাকায় ফিরে আসার পর আলোচনা সভা হয়। আলোচনা সভায় যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, বাংলাদেশের একটি বিশাল অংশজুড়ে রয়েছে আদিবাসীদের বসবাস। নানা সমস্যায় জর্জরিত তাদের জীবন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানবাধিকার, পরিবেশ উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কিত বিরাজমান বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে গণসচেতনতা তৈরি করাই দিবসটি পালনের মূল উদ্দেশ্য।

জাতিসংঘ আদিবাসীদের প্রকৃত অবস্থা তুলে ধরতে আদিবাসী দিবস ঘোষণা করে। আলোচনা সভায় বক্তব্য দেন উইমেন ক্রিস্টিয়ান অ্যাসোসিয়েসন খাগড়াছড়ির চেয়ারপারসন প্রতিমা রোয়াজা, খাগড়াপুর মহিলা কল্যাণ সংস্থার চেয়ারপারসন শেপালিকা ত্রিপুরা, নারীনেত্রী নমিতা চাকমা ও আদিবাসী ফোরাম খাগড়াছড়ির সমন্বয়কারী চাইথোয়াই মারমা। আলোচনায় বক্তারা আন্তর্জাতিক আদিবাসী দিবসের ঘোষণা বাস্তবায়নের দাবি জানান। ১৯৯৪ সালে জাতিসংঘ এ দিনটিকে স্বীকৃতি দেওয়ার পর থেকে প্রতিবছর বিশ্বব্যাপী পালিত হয়। বাংলাদেশ সরকার ২০১২ সালে নিষেধাজ্ঞা দিলেও দিবস পালন করে আসছে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা। তবে গত মঙ্গলবার দিবসটি পালনে খাগড়াছড়ি জেলার কোথাও প্রশাসন বাধা দেয়নি বলে জানিয়েছেন আয়োজকরা। আদিবাসী দিবসের এ কর্মসূচি যৌথভাবে আয়োজন করে খাগড়াছড়ির আদিবাসী ফোরাম, মারমা স্টুডেন্ট কাউন্সিল, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম ও ওমেন ক্রিস্টিয়ান অ্যাসোসিয়েসন।
সিলেটে আদিবাসী দিবস উদযাপন: আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে নগরীতে র‌্যালি বের করেছে সিলেট আদিবাসী দিবস উদযাপন কমিটি। গতকাল বুধবার বেলা ১১টায় কমিটির ব্যানারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সমবেত হয়। র‌্যালিতে অংশ নেন- সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবির, আদিবাসী ফোরাম সিলেটে বিভাগীয় সভাপতি গৌরাঙ্গ প্রাত্র, সাধারণ সম্পাদক বণিফাস খংলা ছাড়াও সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং আদিবাসী নেতারা। এদিকে, আদিবাসী দিবস উপলক্ষে শ্রীমঙ্গলেও র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী শ্রীমঙ্গলের উদ্যোগে নটরডেম জুনিয়র স্কুলে দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা ও সাংস্কুতিক সভা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে বিসিএসএম, শ্রীমঙ্গল ইউনিট। এতে সভাপতিত্ব করেন সাধু যোসেফ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনু। অতিথি হিসেবে ছিলেন আদিবাসী নেতা পংকজ কন্দ, পিউস নানোয়োর, আসিস দিও প্রমুখ।

সাম্প্রতিক