স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান এক সঙ্গে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে।
গতকাল বুধবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত শান্তি শোভাযত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিরীন শারমিন চৌধুরী বলেন, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি এ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাই। বাংলাদেশে আমরা সব ধর্মের মানুষ এক সঙ্গে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করি। আমাদের এই সম্প্রীতির বন্ধনকে আরও বাড়াতে হবে এবং সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এর আগে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।
তিনি শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ যেন সুন্দরভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সে ব্যাপারে সরকার সব সময় সচেষ্ট। পরে হাজারো বৌদ্ধধর্মাবলম্বীর অংশগ্রহণে শান্তি শোভাযাত্রাটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষজন দেশ ও মানবতার কল্যাণের জন্য বিভিন্ন স্লোগান দেন। বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা এ ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব। আর এ উৎসব উপলক্ষে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব গত ১৭ বছর ধরে আয়োজন করে আসছে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ। এ সময় বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বৌদ্ধ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
Next > |
---|