satarস্টাফ রিপোর্টার: গভীর রাতে মালয়েশিয়া থেকে সাঁতার কেটে সিঙ্গাপুর যাবার পথে চার বাংলাদেশি পুরুষকে গ্রেফতার করেছে সিঙ্গাপুরের পুলিশ কোস্ট গার্ড (পিসিজি)।

গত মঙ্গলবার রাতে মালয়েশিয়ান সমুদ্র জলসীমা সুনজেই তোয়ানে চার বাংলাদেশিকে সনাক্ত করা হয়েছে বলে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) এবং ইমিগ্রেশন ও চেকপয়েন্টস অথরিটি (আইসিএ)।

সিঙ্গাপুরের স্থানীয় পত্রিকা দ্য স্ট্রেইটস টাইমস, সিঙ্গাপুর হার্ডওয়ার জোন ও কপিতিয়াম বুট ও এশিয়া নিউজ নেটওয়ার্ক এবং মালয়েশিয়ার পত্রিকা দ্য স্টার অনলাইন ইতোমধ্যে সংবাদটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।

গ্রেফতারকৃত বাংলাদেশিদের বয়স ২৫ থেকে ৪২ বছরের মধ্যে। সিঙ্গাপুরের স্থানীয় আইনে দেশটিতে বেআইনিভাবে প্রবেশের জন্য তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আইসিএ ও পিসিজি জানিয়েছে, সিঙ্গাপুরে অবৈধভাবে ঢোকার এই চেষ্টাকে তারা গুরুতর অপরাধ হিসেবে দেখছেন।

স্থানীয় আইনে সিঙ্গাপুরে অবৈধভাবে প্রবেশের অপরাধে ছয় মাসের জেল বা তিনবার বেত্রাঘাত বা উভয় দ-ে দ-িত হবার বিধান রয়েছে। এসপিএফ ও আইসিএ কর্মকর্তারা জানিয়েছে, সিঙ্গাপুরের সমুদ্র সীমান্তে ও চেকপয়েন্টসে যাত্রী ও যানবাহনের নিরাপত্তায় এবং অবাঞ্ছিত ব্যক্তি, মাদক, অস্ত্র ও বিস্ফোরক পাচার রোধে তারা সতর্কতা বাড়াবেন।

সাম্প্রতিক