স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বাঘা থানার ওসি আলী মাহমুদ জানান, গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে নওপাড়া-খানপুর এলাকায় নৌকা ডুবির এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে - বাঘার খানপুর গ্রামের চান আলীর ছেলে মনিরুল (১৩) ও পাশের সুলতানপুর গ্রামের মন্টুর ছেলে সুমন (১৫)।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেন্স বিভাগের ডুবরি দলের লিডার নুরুন্নবী বলেন, বাঘার নওপাড়া-খানপুর ও পাশের নওশেরা-সুলতানপুরসহ বিভিন্ন গ্রামের অন্তত ৫০ জন কৃষক নৌকায় করে নদী পার হয়ে চরের জমিতে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় মাঝ নদীতে ¯্রােতের ঘূর্ণিপাকে পড়ে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও আমিরুল ও সুমন নিখোঁজ হয়। পরে ডুবুরিদল এসে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে বলে তিনি জানান।
< Prev | Next > |
---|