স্টাফ রিপোর্টার: বিএনপিকে দিয়ে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক বা অর্থনৈতিক সংস্কার সম্ভব না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি বলেন, ‘বিএনপির ভিশন ২০৩০’-এ কী লেখা আছে, আর কী নেই, সেটা বড় কথা নয়। জঙ্গি-সন্ত্রাসীদের প্রধান পৃষ্ঠপোষক, সশস্ত্র জামায়াতের প্রধান মিত্র, যুদ্ধাপরাধের প্রধান পৃষ্ঠপোষক এবং মিত্র, তাদের কাছ থেকে কোনো গণতান্ত্রিক সংস্কার বা অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। গতকাল শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। তথ্যমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, গণতন্ত্র সম্পর্কে এখন ভূমিকা রাখার মতো খালেদা জিয়ার কোনো নৈতিক অবস্থান নেই। তিনি অতীতেও সাম্প্রদায়িকতার চর্চা করেছেন, জঙ্গিবাদের লালন করেছেন এবং তাঁর পরিবারের দুই পুত্রকে দিয়ে উনি দুর্নীতিকে একটা শিল্পে পরিণত করেছেন। হাসানুল হক আরো বলেন, ‘সশস্ত্র জামায়াত সম্পর্কে সুকৌশলে নীরবতার মধ্যে দিয়ে খালেদা জিয়া কার্যত ওদের সঙ্গে জোট বেঁধে রাজনীতি করার ব্যাপারটা এখনো অব্যাহত রেখেছেন। এদিকে গত শুক্রবারও এক বিবৃতিতে জাসদ একাংশের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ভিশন- ২০৩০’ গালভরা বুলি দিয়ে জঙ্গিবাদকে আড়াল করার অপপ্রয়াস। বিবৃতিতে তারা বলেন, খালেদা জিয়া তার ২৫৬ দফার ভিশন- ২০৩০ এর কোথাও জঙ্গিবাদের রাজনৈতিক আদর্শ-দর্শন নিয়ে একটা কথাও না বলে একে নিছক বেকার সমস্যা হিসেবে চিহ্নিত করে জঙ্গিবাদের বিপদকে আড়াল করেছেন। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে একটি শব্দও খরচ করেননি।
‘ভিশন-২০৩০ নামে বড় বড় বুলিতে’ দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারা। আগামীতে ক্ষমতায় যেতে পারলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, ‘ভিশন ২০৩০’ শিরোনামে তার একটি রূপরেখা গত বুধবার তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে প্রধানমন্ত্রীর ‘একক নির্বাহী ক্ষমতা’য় ভারসাম্য আনার পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন সাংবিধানিক পরিবর্তনের সিদ্ধান্ত পর্যালোচনার কথা বললেও যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গে কোনো কিছু বলেনি দলটি। যুদ্ধাপরাধীদের বিচার ও মহান মুক্তিযুদ্ধের ধারায় আস্থা জ্ঞাপন ছাড়া ভিশন ২০৩০ কে ‘অর্থহীন’ বলছেন জাসদের অপর অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আলাদা বিবৃতিতে এ দুই নেতা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে বিএনপির অতীত অবস্থান পরিবর্তন না করে তারা যে কোনো ভিশন প্রস্তাব করুন না কেন, তা গণতান্ত্রিক মহলের কাছে গ্রহণযোগ্য হবে না। যুগের চাহিদা মেটাতে অতীতের ‘ভ্রান্ত নীতি পরিত্যাগ’ করে বিএনপি তাদের রাজনৈতিক অবস্থানকে যুগোপযোগী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের অগ্রযাত্রায় নিজেদেরকে সামিল করবে বলে আশা প্রকাশ করেন তারা।
< Prev | Next > |
---|