yuikm6স্টাফ রিপোর্টার: মার্কসবাদ, লেলিনবাদ ও মাও সেতুঙের দর্শন ধারণ করার কথা জানিয়ে কয়েকটি ছাত্র সংগঠনের সাবেক নেতাদের অংশগ্রহণে ‘জাতীয় বিপ্লবী পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং বিপ্লবী ছাত্রমৈত্রীর সাবেক নেতা মীর ফাহিম উদয়কে সদস্য সচিব করে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় আজাদ জানান, প্রাথমিকভাবে আহ্বায়ক কমিটিতে নয়জনকে রাখা হয়েছে। আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া দলটির আরও দুই সদস্যের নাম ঘোষণা করা হয়।

তারা হলেন- বাংলাদেশ ছাত্রসমিতির সাবেক সভাপতি মোস্তাক আহমদ এবং বাংলাদেশ ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. আলাউদ্দিন। আজাদ বলেন, বাকি পাঁচ সদস্যের নাম আগামি ১৮ অগাস্ট প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের ধনী-গরিবের বৈষম্য দূর করার কোনো নীতিমালা নেই। উচ্চবিত্ত মাত্র ৫৫ লাখ মানুষের হাতে জিডিপির ৯০ শতাংশ এবং বাকি অংশ আছে ১৫ কোটি ৫ লাখ মানুষের হাতে। এই থেকে বুঝা যায় আমাদের সমাজে দারিদ্র্য ও অর্থনৈতিক বৈষম্য কতটা প্রকট ও উদ্বেগজনক। এই অবস্থায় প্রগতিশীল ছাত্র সংগঠনের সাবেক নেতাদের ঐক্যমতের ভিত্তিতে নতুন এই রাজনৈতি দল গঠন করা হয়েছে বলে জানান তিনি। নতুন দলটির ঘোষণা দিয়ে বেশ কয়েকটি দাবিও তুলে ধরেন আজাদ। এগুলো হল- দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, শ্রমিকদের নূন্যতম মজুরি বোর্ড গঠন ও অবাধ ট্রেড ইউনিয়নের সুযোগ, জনগণকে জনসম্পদে রূপান্তর করা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, দুর্নীতি বন্ধ ও একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ভোটের অধিকার নিশ্চিত করা।

সাম্প্রতিক