স্টাফ রিপোর্টার: দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনাস্থল রাজধানীর বনানীর দ্য রেইন ট্রি’তে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম। গতকাল শনিবার বেলা ১১টায় হোটেলটিতে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এরপর দুপুর ১২টায় হোটেলটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম অভিযান পরিচালনা করে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতর গুলশান জোনের ইন্সপেক্টর ওবায়দুল কবিরের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট একটি টিম অভিযান পরিচালনা করে। এখানে তারা কোনো বারের সন্ধান পায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন হোটেলের এক্সিকিউটিভ ইন্টারনাল অপারেশন ফারজানা আরা রিমি। রিমি বলেন, হোটেলে মাদক নিয়ন্ত্রণ অধিদফতের টিম এখানে কোনো মিনি বারের সন্ধান পায়নি।
এখানে রয়েছে জুস বার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হোটেলে ধর্ষণের ঘটনার সময় দরজার স্ক্যানার মেশিনটিতে কানেকশন দেওয়া ছিলো না। ধর্ষিতাদের অভিযোগ তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ভেতরে নেওয়া হয়েছিলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা অস্ত্র ডেস্কে জমা রেখে গিয়েছিলো। অস্ত্র যে তারা ডেস্কে রেখে গিয়েছিলো তার কোনো প্রমাণ রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, অস্ত্র রেখে যাওয়ার কোনো ডকুমেন্ট আমাদের কাছে নেই। তবে তারা ডেস্কে অস্ত্রগুলো জমা রেখে গিয়েছিলো। গত ২৮ মার্চ দ্যা রেইন ট্রি’তে ধর্ষণের ঘটনা ঘটে। তবে হোটেল উদ্বোধন করা হয় পরের মাস ৯ এপ্রিল।
< Prev | Next > |
---|