dhgm6স্টাফ রিপোর্টার: নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী মঙ্গলবার (১৬ মে) অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৭১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৫৯টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ ও ১২টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সৈয়দপুর থানা পুলিশ বিগত সময়ের বিভিন্ন নির্বাচনে নির্বাচনী চিত্র ও বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে ওইসব কেন্দ্র চিহ্নিত করেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট দেয়া ভোটার ও সাধারণ জনগণের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য রয়েছে ৭১ জন পুলিশ অফিসার, ২৮৪ জন পুলিশ সদস্য এবং ৮৫২ জন আনসার ও ভিডিপি। সূত্রটি জানায়, প্রতি ভোটকেন্দ্রে একজন অফিসারের নেতৃত্বে ৪ জন কনস্টেবল ও ১২ জন আনসার সদস্যসহ মোট ১৭ জন নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

একজন পুলিশ অফিসারের নেতৃত্বে ৬ সদস্য করে ১৪টি মোবাইল টিম মাঠে থাকবে। এর মধ্যে ইউনিয়ন পর্যায়ে ১০টি ও পৌর এলাকায় ৪টি মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কয়েকটি টিম থাকবে নির্বাচনী মাঠে। এ ছাড়া ২০ জন করে ৪টি স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। সার্বক্ষণিক প্রস্তত থাকবে রিজার্ভ ফোর্সের কয়েকটি গ্রুপ। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরা টহলে থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান।

সাম্প্রতিক