স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেত, তেজগাঁও ও খিলগাঁও এলাকায় গত সোমবার রাতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। খিলক্ষেত এলাকায় নিহত আবু বকর সিদ্দীক নিলয় (২২) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেইসঙ্গে একটি ইন্স্যুরেন্স কোম্পানিকে চাকরি করতেন তিনি। পুরান ঢাকার গে-ারিয়ার শাহাদত আলীর একমাত্র ছেলে নিলয়। স্বজনের উদ্ধৃতি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, খিলক্ষেতে লো মেরিডিয়ান হোটেলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস নিলয়কে ধাক্কা দেয়। রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন। বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও সাত রাস্তার মোড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় মহাখালীমুখী একটি বাস তিনজনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রবিউল ইসলাম (৪০) নামে এক পিকআপ ভ্যান চালকের মৃত্যু ঘটে। রিকশাচালক জাফর (৩০) এবং ইসমাইল (১৮) নামে আহত অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও নাকদার পাড় সেতু থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে দুজন নিহত হয়। খিলগাঁও থানার উপপরিদর্শক খায়রুজ্জামান জানান, ডেমরামুখী স্বাধীন পরিবহনের বাস ব্রিজের পাশে খাদে পড়ে যায়। বাচ্চু মিয়া জানান, ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের পরিচয় জানা যায়নি। এদের একজনের বয়স আনুমানিক ৪০ বছর, অন্যজনের ৩৫ বছর। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
< Prev | Next > |
---|