স্টাফ রিপোটার: রাজধানীর সাভার উপজেলার আশুলিয়ার তৈরি পোশাকশিল্পে অরাজক পরিস্থিতি সৃষ্টিতে সহায়তা ও শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে একুশে টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়েছে।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে আশুলিয়ার বাইপাইল থেকে নাজমুলকে আটক করা হয় বলে দাবি করেছে পুলিশ। নাজমুলকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর ব্যবহৃত মুঠোফোন, ল্যাপটপ ও ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে।
আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান ফিরোজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার রাতেই আশুলিয়া থানায় পুলিশ বাদী হয়ে নাজমুল হুদার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেছে। মামলায় তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন ও ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। এএসপি নাজমুল হাসান ফিরোজ আরো বলেন, একাধিক নাশকতা মামলার পলাতক আসামি বিএনপি নেতা আমান উল্লাহ সরকার চলতি মাসের ১৩ তারিখ নাজমুল হুদাকে মালয়েশিয়ায় নিয়ে যান।
তিনি ফিরে আসেন ১৮ ডিসেম্বব। সেখান থেকে ষড়যন্ত্র করে বহুবার গার্মেন্টস শ্রমিকনেতা শামীমের সঙ্গে টেলিফোনে কথা বলেন নাজমুল। কী বিষয়ে এত কথা বলেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া পলাতক আসামি বিএনপি নেতা আমান উল্লাহ সরকারকেও খোঁজা হচ্ছে। এদিকে অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে শিল্প মালিকদের অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত গড়িয়েছে চতুর্থ দিনে। শিল্প এলাকায় যেকোনো ধরনের অরাজক পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জোরদার করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ ও বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল। তবে শিল্প এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে এখন পর্যন্ত সাংবাদিক নাজমুল হুদা, সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তারসহ ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ১১ জনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুসহ দেড় হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেছেন,পোশাক শিল্পে অসন্তোষের নেপথ্য নায়কদের কোনো ছাড় নয়। আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। তা সত্ত্বেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
< Prev | Next > |
---|