আন্তর্জাতিক ডেস্ক : পানামার প্রেসিডেন্ট গত শুক্রবার একজন ডাচ সাংবদিককে মুক্তির নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের মৌলিক উপাদান।’ মানহানির অভিযোগে তাকে কারাগারে আটক করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
তার আইনজীবী বার্তা সংস্থা এএফপি’কে জানান, প্রেসিডেন্ট সাংবাদিক ওক্কে অর্নস্টেইন ও আরো ৩শ ১০ জন বন্দির সাজা মওকুফ করে একটি ডিক্রি জারি করার পর ডাচ সাংবাদিককে মুক্তি দেয়া হয়।
ডিক্রিতে আরো ৬৫ জনকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়েছে।
এক মাস আগে বিদেশ থেকে পানামায় পৌঁছা মাত্রই অর্নস্টেইনকে গ্রেফতার করা হয়। তিনি পানামাতে বাস করেন। তার ব্লগে লেখা আর্টিকেলের কারণে ২০১১ ও ২০১২ সালে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। মামলায় তার ২০ মাসের সাজা হয়।
এখন মুক্তির পর অর্নস্টেইন দেশে থাকতে পারবেন কিনা অভিবাসন কর্র্র্তৃপক্ষ সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তার আইনজীবী ম্যানুয়েল সুক্কারি জানান, এই মুহূর্তে অর্নস্টেইন তার মেয়ের সঙ্গে দেশেই থাকবেন।
< Prev | Next > |
---|