back criস্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মিশন শেষে শনিবার দেশে ফিরলেন বাংলাদেশ দলের সদস্যরা। বিসিবির সূত্র অনুযায়ী সকাল সাড়ে ৯টা ৪০ দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মাশরাফি বাহিনী। তাদের ৮টা ৪০ মিনিটে পৌছার কথা থাকলেও ফ্লাইট এক ঘণ্টা দেরিতে অবতরণ করে।

চ্যাম্পিয়নস ট্রফিতে সব মিলিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ের অর্জনই দেখিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করতে ২৭ এপ্রিল রাতে ঢাকা ছেড়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। সেখানে ৯দিনের ক্যাম্প শেষে আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজে খেলতে যায় বাংলাদেশ। সিরিজ জিততে না পারলেও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েই নিজেদের দাপটের জানান দেয় টাইগাররা। যার প্রমাণ মেলে চ্যাম্পিয়নস ট্রফিতেও।

যদিও প্রস্তুতি পর্বে ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতের সঙ্গে ম্যাচ খেলে সফলতা মেলেনি বাংলাদেশ দলের। সেখানে জ্বলে উঠতে পারেননি মাশরাফিরা। উদ্বোধনী ম্যাচে ১ জুন ইংল্যান্ডের কাছেও হেরে যায় লাল-সবুজরা। পরে ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি খেলেই শেষ চারে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় টাইগারদের। বৃষ্টিতে ম্যাচটি ভেসে যাওয়ায় একটি পয়েন্ট অর্জন করে টাইগাররা।

৯ জুন নিউজিল্যান্ডকে ঐতিহাসকভাবে হারিয়ে সেমি প্রায় নিশ্চিত করে বাংলাদেশ। পরের ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে হেরে গেলে পয়েন্টের ব্যবধানে শেষ চার নিশ্চিত করে আইসিসির কোনও বড় ইভেন্টে এবারই প্রথম সেমিফাইনাল নিশ্চিত করে মাশরাফি বাহিনী। যদিও ভারতের সঙ্গে হাইভোল্টেজ ম্যাচে সফল হয়নি তামিম-সাকিবরা। ম্যাচটি ৯ উইকেটে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। তবে এই হারে বড় মঞ্চে নিজেদের ভিন্নভাবেই চিনিয়েছে মাশরাফি-সাকিবরা। টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ওপেনার তামিম ইকবাল।

সাম্প্রতিক