মনে আছে?
কখন কখন যেন কথা বলতাম আমরা!
কোন সময়ে চেয়ে থাকতাম সময়ের অপেক্ষায়-----
মনে আছে?
ঘনো কুঁয়াশা কেটে গেলেও তুমি ঘনো সুঁতোই ফুল তোলা চাঁদরে শরীর জড়িয়ে আমাকে জড়াতে মায়ায়।
মনে আছে?
সেই যে বার বর্ষা হল খুব
নিয়ম করে সকাল বিকাল বৃষ্টি
নিয়ম করে অনিয়মিত হয়ে গেল স্কুল কলেজের ক্লাশ
যাওয়া আসা কমে গেল কাঁচা পথ ধরে
তখনো নিয়ম করে আমরা কথা বলতাম তাইনা?
মনে আছে?
একবার বানভাসি পানিতে রাস্তা ঘাট ডুবে গেল।
আমি নিয়ম করে ভেলায় চড়ে এ পাড়া ও পাড়া ঘুরতাম শুধু তোমাকে দেখব বলে।
তোমাদের উঠোনেও তো হাটু পানি তাইনা ?
তবু নিয়ম করে তুমি জানালায় চোখ রাখতে রোজ----
মনে আছে?
মনে নেই জানি শুধু মনে পড়ে মাঝে মাঝে অথবা মনে করো কোন এক সময় না কাটা সময়ে।
হয়তবা আমি আমার মত করে ভাবছি
তোমার এসব ভাবার হয়ত সময়ই নেই
শুনেছি গত শীতে পোয়াতি হয়েছো
ঠিক মত যত্ন নিও নিজের
কি সব ভাবছি
তুমি কি আর তোমার নিজের আছো? কত লোক কত জন তোমার পাশে।
তোমার হয়ত অসহ্যই মনে এত খেয়াল রাখা মানুষ গুলোকে।
খেয়ালে খেয়ালে তোমাদের দুষ্টুমির বেখেয়ালি হবার সুযোগ হয়না মনে হয় তাইনা?
মনে আছে?
একবার সব ভালবাসা ঠোঁটে ঠেলে দিয়ে বলেছিলে আমাদের প্রথম সন্তান মেয়ে হবে।
কি জানি নাম রাখব দুজন ঠিক করেছিলাম?
এই দেখো আমিই সব ভুলে বসে আছি
কি করব বলো?
এখন ভুলে যাওয়ার চেষ্টায় যে নিমজ্জিত বেলা অবেলা।
ভুলে যাবার চেষ্টায় কত কিছু যে ভুলে গেছি সব মনে পড়ছে।
মনে আছে?
Next > |
---|