কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে বঙ্গোসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয় রোহিঙ্গা নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বুধবার ভোর রাতে সেন্ট মার্টিন কোস্টগার্ড অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আটক করে ৩টি ট্রলারে করে মিয়ানমারে ফেরৎ পাঠায়। অতিরিক্ত যাত্রীর কারণে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার বঙ্গোপসাগরে দুঘর্টনায় পড়ে।
বুধবার বেলা ১১টার দিকে নাফ নদীর শাহ পরীরদ্বীপ পয়েন্টে ছয় রোহিঙ্গার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। তারা বিজিবি ও কোস্টগার্ডকে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় লাশগুলো উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৪শিশু এবং ২ নারী রয়েছেন। ধারণা করা হচ্ছে, লাশগুলো সেন্ট মার্টিন কোস্টগার্ড কর্তৃক পুশব্যাক করা বঙ্গোপসাগরে ডুবে যাওয়া রোহিঙ্গা বোঝাই ট্রলারের যাত্রী।
সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ জানান, ভোররাতে সেন্ট মার্টিন কোস্টগার্ড বেশ কয়েকজন রোহিঙ্গাকে আটক করে। পরে প্রবল বৃষ্টির মধ্যে তিনটি ট্রলারে করে বঙ্গোপসাগর দিয়ে তাদের মিয়ানমারে পুশব্যাকের চেষ্টা করে। মাঝপথে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এদিকে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. আশরাফ সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যানের কাছে দাবি করেছেন, ট্রলার ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে সেন্ট মার্টিনের অধিবাসীরা বলেছেন, রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে বেশ কয়েকজন রোহিঙ্গা এখনও নিখোঁজ রয়েছেন।
< Prev | Next > |
---|