নাইম আবদুল্লাহ: গত ৩০ জুলাই (রবিবার) সন্ধ্যায় সিডনি প্রবাসীদের সাংস্কৃতিক সংগঠন "সৃষ্টি” লাকাম্বের লাইব্রেরীর মিলনয়াতনে ঈদ মিলন মেলার আয়োজন করে।
ছোট্র সোনামনি রইয়া, আদি, রূবাব এবং সামহা আব্দুল্লাহ অনুবাদসহ কুরআন তিলাওয়াত ও হাদিস পড়ে শোনানোর পর সৃষ্টি'র পক্ষ থেকে শিবলী আব্দুল্লাহ কমিউনিটির বিশিষ্টজনদের মঞ্চে আমন্ত্রন জানান।
তারা সংক্ষিপ্ত পরিসরে সবাইকে শুভেচ্ছা জানান।
সাংস্কৃতিক পর্বের শুরুতে কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী ঈদের গান 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ' পরিবেশিত হয়।
এরপর অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে সরদার সাব্বির, রহুল আমিন, আয়েশা নীলুফার একক ভাবে নজরুল সংগীত, লালন গীতি, আধুনিক বাংলা গানসহ পুরানো দিনের জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করেন।
এছাড়াও গানের ফাঁকে ফাঁকে গোলাম মোস্তফা, আসিফ ইকবাল, ফুয়াদ কবীর, হাবিবুর রহমান বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করে দর্শক-শ্রোতাদের বিমোহিত করে রাখেন।
আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল মিউচুয়াল হোমস, বাংলাকথা সহ বেশ কয়েকটি বাংলাদেশি মালিকানা প্রতিষ্ঠান।
রাত ১০টায় আয়োজক ও অতিথিরা পরস্পরকে আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নেন।
< Prev | Next > |
---|