নাইম আবদুল্লাহ:Â গত ২২ই জুলাই (শনিবার) ভিক্টরিয়ারÂ জিলংÂ এ বসবাসকারী ছাত্র ও বিভিন্ন পেশাজীবি প্রবাসী বাংলাদেশীদের সমন্বিত উদ্যোগে হাইটন কুইন্স পার্কে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
Â
উক্ত সভায় সকলের মতামতের ভিত্তিতে কার্যকরী পরিষদ গঠিত হয়।Â
Â
এক বছর মেয়াদী এই পরিষদের সভাপতি ডঃ মোখতারুল ওয়াদূদ, সহ সভাপতি মাহবুব রাব্বানী, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ আনোয়ার হোসেন, ট্রেজারার তোহিদুল ইসলাম, কালচারাল সেক্রেটারি হৃদিকা তালুকদার, কমিউনিকেশন এন্ড পাবলিকেশন্স সেক্রেটারী আশফাকুর রহমান ফাহিম, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারী সৈয়দ মুশফিক সালেকিন ও স্পোর্টস`সেক্রেটারী হিসাবে মুহতাসিম অমিও নির্বাচিত হন।Â
Â
এই ছাড়াও কার্যকরী কমিটির উপদেষ্টা হিসাবে জগলুল কবীর, গোবিন্দ চন্দ্র পোদ্দার ,তারান্নুম তাজনিন ,আদনান আনোয়ার সুমন্ত , তাসনুভা তাবাসসুম উপমা ,আমিনা ফেরদৌস মমো ও শাখাওয়াত হোসেন সর্ব সম্মতি ক্রমে নির্বাচিত হয়েছেন।
Â
"জিলং" অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ২য় বৃহত্তম শহর।স্বদেশ থেকে প্রায় ৯ হাজার কিলোমিটার দূরে এই শহরেই বসবাস করে Â ১০০ জনের ও বেশি বাংলাদেশী।Â
Â
এখানে বসবাস কারী প্রবাসী বাংলাদেশীরা দীর্ঘ দিন ধরে জিলং বাংলাদেশ সোসাইটির ব্যানারে নানাবিধ সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠান উদযাপন করে আসছিল।Â
Next > |
---|