ep1নাইম আবদুল্লাহ : আজ ২৩ জুলাই (রবিবার) সিডনিস্থ মিন্টু মসজিদের কুরআন ক্লাসের প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য কমিউনিটির মুসলিম ছাত্রছাত্রীরা ক্যাটার‍্যাক ড্যামে ঈদ পুনর্মিলনীর ও বারবিকিউ অনুষ্ঠানের আয়োজন করে।

ep2দুপুরে আয়োজিত এই বারবিকিউ অনুষ্ঠানে কেক কেটে পুনর্মিলনী’র উদ্বোধন করা হয়। এই সময় ছাত্র ছাত্রীরা ফুটবল, ক্রিকেট, বালিশ খেলা সহ বিভিন্ন খেলায় অংশগ্রহন করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ep3কুরআন ক্লাসের পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন বাহার তার সংক্ষিপ্ত বক্তব্যে ক্লাসের সকল ছাত্রছাত্রীদের কুরআন শিক্ষার অধ্যাবসয়ের কথা উল্লেখ করে সকল অভিবাবকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই সময় ছাত্র ছাত্রীদের অভিভাবকরাও তার এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

ep4উল্লেখ্য প্রতি রবিবার সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত বিনা বেতনে পরিচালিত কুরআন ক্লাসে দেড়শত ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রবাসে এই মহতি উদ্যোগ ইতিমধ্যেই ব্যাপক প্রশংসিত এবং সমাদৃত হয়েছে।

সাম্প্রতিক