আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১। গত বৃহস্পতিবার রাতে দেশটির উপকূলে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। এতে হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রভাব পড়েছে প্রায় ২০ লাখ মানুষের উপর।
গতকাল সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ১৯৮৫ সালের পর মেক্সিকো উপকূলে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পে ১০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। মেক্সিকোর অন্তত ৫ কোটি মানুষ এই ভূমিকম্প টের পেয়েছেন।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলেছে, এই ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের স্বাভাবিক জোয়ারের চাইতে তিন মিটার উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে। শক্তিশালী এ ভূমিকম্পের পর গুয়েতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা, হন্ডুরাস ও ইকুয়েডরেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এরইমধ্যে প্রশান্ত মহাসাগরের মেক্সিকো উপকূলে এক মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে।
গত শনিবার পর্যন্ত ৭১ জনের নিহতের খবর নিশ্চিত করতে পেরেছিলো কর্তৃপক্ষ। গতকাল সোমবার জানা গেল নিহতের সংখ্যা এখন ৯১। গত রোববার পর্যন্ত অনেককে ক্ষতিগ্রস্ত বাড়িতে ফিরে যেতে দেখা যায়। অনেকেই বাগানে ও খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন।
< Prev | Next > |
---|