বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩
Homeঅস্ট্রেলিয়াসামাজিক সচেতনতা বৃদ্ধিতে সিডনিতে নবধারার ১০ বছর পূর্তি উদযাপিত

সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সিডনিতে নবধারার ১০ বছর পূর্তি উদযাপিত

বিদেশবাংলা রিপোর্ট: স্থানীয় সময় গত ২৮ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় সিডনির পেরিপার্কস্থ কমিউনিটি হলে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবধারা নিউজ ডট নেট এর ১০ বছর পূর্তি অনুষ্ঠিত হয় । নবধারা নিউজের সম্পাদক এবং নবধারা এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আবিদা সুলতানা ও ডক্টর ফায়জুল আজীম চঞ্চল।

পবিত্র কোরআন থেকে তিলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনার পর অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অভিভাবক আদিবাসী জনগণের অতীত ও বর্তমান প্রবীণদের প্রতি শ্রদ্ধা এবং টোরেস স্ট্রেট দ্বীপবাসীদের প্রতি সম্মান জানানো হয়। এরপর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে নবধারার থিম সং পরিবেশন, নবধারা নিউজ ও নবধারা এসোসিয়েশনের সদস্যদের পরিচিতি এবং তাঁদের কার্যপ্রণালী তুলে ধরা হয়।

কমিউনিটি অবদানের জন্য নবধারার ১০ বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিক, নবধারা এসোসিয়েশনের সদস্য ও স্থানীয় সিটি কাউন্সিলের কাউন্সিলারদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এসময় কাউন্সিলারদের মধ্যে ক্রমানয়ে সম্মাননা গ্রহন করেন কার্ল সালেহ, ড. সাবরিন ফারুকী, রাজ দত্ত, ভাদ্রা ওয়াইবা ও ইব্রাহিম খলিল মাসুদ। অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন কাউন্সিলার নাদিয়া সালেহর পক্ষে কার্ল সালেহ সম্মানা গ্রহণ করেন। এসময় কাউন্সিলর বৃন্দ তাদের অনুভূতি প্রকাশ করেন এবং নবধারার বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এছাড়াও সাংবাদিকদের মধ্যে সম্মানা গ্রহন করেন বিদেশ বাংলা টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিন ও বাংলাভিশন টিভির অস্ট্রেলিয়া প্রতিনিধি নির্জন মোশারফ। সাংবাদিক আব্দুল মতিন তার বক্তব্যে উল্লেখ করেন, নবধারা নিউজের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এর সাথে জড়িত রয়েছি। নবধারার সম্পাদক আবুল কালাম আজাদ নবধারা সম্পাদনার পাশা পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছেন এবং একাধিক সম্মাননা পেয়েছেন। আমরা তাকে আরো সহযোগিতা করা উচিত। সামাজিক উন্নয়নে আমরা একে অপরকে সহযোগিতা করবো এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তিনি নবধারার সফলতা কামনা করেন। সাংবাদিক নির্জন মোশারফ বলেন, প্রবাসে ভিন্ন ধারা নিয়ে নিজেদের স্বাতন্ত্রতা বজায় রেখে কমিউনিটি বান্ধব সংগঠনে পরিনিত হয়েছে নবধারা।

নবধারার ১০ বছর পূর্তি অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্বসহ অন্যান্য কমিউনিটির ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিদেশ বাংলা টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক মোহাম্মাগ আব্দুল মতিন, ঢাকা পোষ্ট পত্রিকার প্রতিনিধি নির্জন মোশারফ, ইন্টারন্যাশনাল টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসাইন, চ্যানেল আই প্রতিনিধি বাবু আসওয়াদ, ডিবিসি টিভি প্রতিনিধি মরিয়ম মুন ও ফটো সাংবাদিক জাহাঙ্গীর প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী সাদিয়া আইরিন নিতু। সাউন্ড সিষ্টেম সহযোগীতায় ছিলেন জামিলুর রহমান। অনুষ্ঠানে আগত অতিথিবদেরকে নিয়ে নবধারা নিউজের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর নৈশভোজ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নবধারা এসোসিয়েশনের উপদেষ্টা প্রকৌশলী আব্দুল কাইউম।

উল্লেখ্য যে, নবধারা এসোসিয়েশন দীর্ঘ সময় যাবৎ গণসচেতনতামূলক কাজ করে অস্ট্রেলিয়াতে বেশ সমাদৃত হয়েছেন।তাঁদের কিছু কার্যক্রমের মধ্যে রয়েছে- হোয়াইট রিবন অষ্ট্রেলিয়া, বিশ্ব নারী দিবস, হেলথ বিলিভ, বিশ্ব মানসিক দিবস, মাইন্ডফুল কোর্স, মেন্টাল হেলথ, সুইসাইট প্রিভেনশন, বিশ্ব ডায়বেটিস দিবস, পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস, নিরাপদ সড়ক, বাবা দিবস, রিফিউজি উইক, হারমোনি ডে ইত্যাদি। নবধারা একটি শক্তিশালী সামাজিক সংগঠন এবং একটি সংবাদমাধ্যম।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস