ড: রতন কুন্ডু: গত পহেলা ডিসেম্বর (শনিবার) সিডনিতে নারী উদ্যোক্তাদের সমন্বয়ে “পদ্মা আমার মা আমার বাড়ি নড়িয়া” এই স্লোগান নিয়ে আমরা নড়িয়া বাসী নামে একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠা করা হয়। রুনু রফিকের ঐকান্তিক প্রচেষ্টায় ও সুলতানা নূর, কেয়া নূর সহ একঝাঁক নারী এই প্রথম ২২ থার্ড এভিনিউ ম্যাকুড়িফিল্ডে একত্রিত হয়ে এই সংগঠনে সূচনা করেন।
অনুষ্ঠানে রুনু রফিক এই সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। সভায় রুনু রফিককে আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। তাঁরা পরবর্তীতে একটি সাধারণ সভা করে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন করবেন।
আহবায়ক তাঁর বক্তব্যে আগত সবার সাহায্য সহযোগিতা কামনা করে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন। আগত অতিথিদের মধ্যে একেএম এমদাদুল হক রফিক দম্পতির বিশাল খাবারের আয়োজন ও আপ্যায়নের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
রাতের ডিনারের পরে সাংস্কৃতিক সন্ধ্যায় একে একে সংগীত পরিবেশন করেন রুনু রফিক, নিলুফা ইয়াসমিন ও সুলতানা নূর।