অস্ট্রেলিয়া প্রবাসি বিশিষ্ট লেখক ও সাংবাদিক নাইম আবদুল্লাহর শ্রদ্বাভাজন আম্মা ‘আনোয়ারা বেগম’ এর ‘বিদেহী আত্মা’র মাগফিরাত কামনায় সিডনির মিন্টুস্থ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামি ১৫ জানুয়ারি (রোববার) সন্ধ্যা ৮টায় অনুষ্ঠিতব্য উক্ত দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য ‘সিডনি প্রবাসিদেরকে’ বিনীত অনুরোধ জানিয়েছেন সাংবাদিক নাইম আবদুল্লাহ ও তার স্ত্রী মাহিরা পারভীন।
উল্লেখ্য যে, গত ৯ জনুয়ারি সকালে খুলনার গ্রামের বাড়িতে সাংবাদিক নাইম আবদুল্লার আম্মা আনোয়ারা বেগম বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ও’য়া ইন্না ইলাইহি রা’জিউন)। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল আনুমানিক ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র এবং এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।