messi-argenস্পোর্টস ডেস্ক : দলকে খাদের কিনার থেকে তোলে আনলেন লিওনেল মেসি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর এ যেন অনেকটা মরণ কামড়। ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচে কোনো অঘটনের ফলে রাশিয়া বিশ্বকাপটা হতে পারতো মেসিহীন। তবে সেই পর্যন্ত যেতে হয়নি, এমনকি প্লে-অফের ঝুঁকিতেও যেতে হয়নি। লিওনেল মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্তপর্বের টিকিট পেয়ে যায় সরাসরি।

কোচ জর্জ সাম্পাওলি বিশ্বকাপে আর্জেন্টিনার খেলবে এমন আশার বানী শুনাচ্ছিলেন। মনে হচ্ছিল দল ও সমর্থকদের চাঙা রাখতেই এমনটি বলছেন। কিন্তু সাম্পাওলির সেই আত্মবিশ্বাসের প্রতিদান দিলেন লিওনেল মেসি। বার্সেলোনার ফুটবল জাদুকর এবার হলেন আর্জেন্টিনারও। সারা বিশ্বের কোটি কোটি সমর্থকের কাছে যেন আবারও নিজেকে চেনালেন নতুনভাবে।

সাম্প্রতিক